বিএনপি ও
সমমনা রাজনৈতিকদলগুলো আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
করার দাবি জানিয়েছে। তাদের প্রত্যাশা অন্তর্বর্তী সরকার অতি দ্রুত একটি অবাধ, সুষ্ঠু
ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে।
গতকাল (২৬
অক্টোবর) রাজধানীর গুলশানে
দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বলে জানা
গেছে। বৈঠকে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান
বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।
সূত্র
জানায়, বৈঠকগুলোতে ৩১ দফা বাস্তবায়নে
সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে প্রতিশ্রুতি দিয়েছে, রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। একই সঙ্গে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিকেলে
বিএনপির লিয়াজোঁ কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে
বৈঠকে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক ঐক্যের সমন্বয়ক হারুন আল রশিদ খান,
স্যোশাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম ও বাংলাদেশের সাম্যবাদী
দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী।
এর পর বাংলাদেশ
পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। পরের বৈঠকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার
সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইসমাইল সম্রাট, সদস্য সচিব সাজ্জাদুর রহমান প্রমুখ উপস্থিত
ছিলেন।